অবশেষে জার্সিতে পাকিস্তানের নাম লিখছে ভারত

এফএনএস স্পোর্টস : | প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৫, ০৭:৪০ পিএম : | আপডেট: ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:০২ পিএম
অবশেষে জার্সিতে পাকিস্তানের নাম লিখছে ভারত

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। তবে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাইয়ে।এ নিয়ে সৃষ্টি হয় নতুন বিতর্কের, জার্সিতে পাকিস্তানের নাম লিখতে অস্বীকৃতি জানিয়েছে ভারত এমন খবর প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম। পরবর্তীতে বিসিসিআইয়ের নতুন সচিব দেবাজিত সাইকিয়া স্পষ্ট করে দিয়েছেন, টুর্নামেন্টের অফিসিয়াল লোগো ব্যবহারের ক্ষেত্রে আইসিসির নির্দেশিকা মেনে চলবেন তারা। বৈশ্বিক টুর্নামেন্টে আইসিসির ড্রেস কোডের অংশ হিসেবে প্রতিটি দেশের জার্সিতে প্রতিযোগিতার লোগো রাখতে হবে। সেই লোগোর অংশ হিসেবে থাকে স্বাগতিক দেশের নাম এবং প্রতিযোগিতার সন। এ বিষয়ে বিসিসিআই কিছু না বললেও ভারতীয় গণমাধ্যমে পাকিস্তানের নাম ব্যবহারে আপত্তির কথার খবর ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় পাকিস্তানে। পিসিবি থেকে আইসিসি কঠোর পদক্ষেপ আশা করার কথা জানানো হয়। পরবর্তী এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে ভারত। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে বুধবার এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেন বিসিসিআই সচিব, “আইসিসির নির্দেশিকা যা আছে, তা আমরা অনুসরণ করব।” আইসিসির অফিসিয়াল লোগোর নিচে পাকিস্তানের নাম থাকার বিষয়টি উল্লেখ করা হলে সাইকিয়া পুনরায় বলেন, “আমরা আইসিসির নির্দেশিকা অনুসরণ করব।” জার্সিতে পাকিস্তানের নাম ব্যবহার করলেও সব দলের অধিনায়কদের নিয়ে আইসিসির আনুষ্ঠানিক আয়োজনে যোগ দিতে ভারত অধিনায়ক রোহিত শার্মা পাকিস্তান যাবেন কি-না, এই বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত জানায়নি ভারত। করাচিতে ১৬ অথবা ১৭ ফেব্রুয়ারি হতে পারে ওই অনুষ্ঠান। ২০০৮ সালের নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে খেলতে যায়নি ভারতীয় দল। এমনকি আইপিএলেও খেলতে দেওয়া হয় না পাকিস্তানি ক্রিকেটারদের। আসছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের সরকার তাদের দলকে পাকিস্তান সফরে যাওয়ার অনুমতি না দেওয়ায় তৈরি হয় সঙ্কট। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত হয়। ভারতের ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি, যা চলবে ৯ মার্চ পর্যন্ত।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW