গোবিন্দগঞ্জ উপজেলার নেছাড়াবাদ ও মালেকাবাদ কলোনীর অবৈধভাবে ভুমি দখল চেষ্টার প্রতিবাদে মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত গোবিন্দগঞ্জ দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে স্কুল মোড় নামকস্থানে এলাকাবাসীর এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দুই কলোনীর প্রায় ২শতাধিক নারী পুরষ অংশ গ্রহন করেন। মানববন্ধনে বক্তব্য দেন সভাপতি আব্দুল করিম,সেক্রেটারী শামিম আক্তার,সহ-সেক্রেটারী সাইদুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মতিন মোল্লা,সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল হক,সিদ্দিক মেম্বার,মাওলানা আঃ বারী,ও মহিলা নেত্রী রহিমা বেগম। বক্তাগন অবিলম্বে ভুমি দখল বন্ধের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান,বন্ধ না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে।