মা বাবার স্বপ্ন পূরণে ছোটবেলা থেকেই রাফসান ইসলাম অর্ক’র স্বপ্ন ছিল একজন ভালো চিকিৎসক হওয়ার । অর্কের সেই স্বপ্ন পূরণ হলো ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৌরশহরের ভান্ডারা এলাকার কলেজ শিক্ষক রাজিউল ইসলাম ও রিনা পারভীনের সন্তান রাফসান ইসলাম অর্ক এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় প্্রায় ১লক্ষ ৩৫ হাজার পরীক্ষার্থীর মধ্যে ৪০৫তম স্থানে সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে। বিএমকলেজ ভোকেশনাল শাখার শিক্ষক পিতার-মাতার ২সন্তানের মধ্যে অর্ক অত্যন্ত মেধাবী ছোটবেলা থেকেই পড়ালেখা করতে ভালোবাসে। রাজনৈতিক মিছিল মিটিং পছন্দ করতেন না, শিক্ষা জীবন শুরু স্থানীয় দি সানরাই কিন্ডার গার্টেন স্কুলে ৫ম শ্রেণীতে টেলেন্টপুলে বৃত্তি পেয়ে বিজয় ক্যাডেট কোচিংয়ে পড়ালেখা করে ক্যাডেট লিখিত পরীক্ষায় উত্তীর্ন হয়ে মৌখিক পরীক্ষায় সফলতা অর্জন করতে পারেনি। শেষে পাইলট উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়। সেখানে জেএসসি পরীক্ষায় টেলেন্টপুলে বৃত্তি পেয়ে এসএসসি পরীক্ষায় গোল্ডেন-এপ্লাস পেয়ে রংপুর সরকারী কলেজে এইচএসসিতে গোল্ডেন-এ প্লাস এবং সাধারণে বৃত্তি লাভ করেন। দি সান রাইজ কিন্ডার গার্টেন শ্রেণি শিক্ষক জিয়াউর রহমান জিয়া জানায়- আমি এক বছর তার শ্রেনি শিক্ষক হিসেবে দাঁয়িত্ব পালন করেছি, অর্কের কাছে থেকে কোনো অভিযোগ পায়নি সে ছিল অত্যন্ত ভদ্র ও শান্ত স্বভাবের। অর্কের ভবিষ্যৎ জীবন যেন সুন্দর হয়, বাবা মায়ের স্বপ্ন পূরণ ও দেশবাশীর সেবা করতে পারে। অকর্রে ভাষ্যমতে, স্যার-ম্যাম আর বন্ধুদের আদর ভালোবাসায় কোনো কষ্টই মনে হতো না তার। এছাড়াও অর্কের প্রিয় শিক্ষক ছিল বিজয় কুমার। সে স্কুল ও কলেজ জীবনে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, লয়ার, প্রোগ্রামার, ম্যাথমেটিশিয়ান আরও কত কিছুই হওয়ার স্বপ্ন দেখত। তবে সাদা অ্যাপ্রোনের মায়া ভূলতে করতে পারেনি সে।অর্ক আরো বলেন, আমি মনে করি কলেজ লাইফেই অ্যাডমিশনের রুট গড়ে নেওয়া উচিত। আর এতে আমার সম্মানিত শিক্ষকগণ, বাবা, মা আমাকে সর্বোচ্চ সহায়তা দিয়েছেন। তাদের দোয়া ও মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে আমি মেডিকেলে চান্স পেয়েছি, আলহামদুলিল্লাহ। সবার কাছে দোয়া চেয়ে জানান, মহান আল্লাহর যেন আমাকে একজন ভালো চিকিৎিসক হয়ে সত্য ও ন্যায়ের পথে থেকে সকলের সেবা ও পেশাদারি দাঁয়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।