আগামী মাসে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এর আগে নতুন পেস বোলিং কোচ নিয়োগ দিয়েছে অস্ট্রেলিয়া। দায়িত্ব পেয়েছেন অ্যাডাম গ্রিফিথ। তাসমানিয়ার সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার অস্ট্রেলিয়া পুরুষ দলের পেসারদের সঙ্গে কাজ করবেন বলে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। পেসারদের নিয়ে কাজ করতে অস্ট্রেলিয়া ভিত্তিক কোচের জন্য সবশেষ অক্টোবরে বিজ্ঞাপন দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। জাতীয় দলে খেলা পেসারদের দেখভালের সঙ্গে চোটে পড়া পেসার এবং ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন প্রোগ্রামে কাজ করতে হবে তাকে। এমন দায়িত্বের জন্য অ্যাডাম গ্রিফিথকে নিয়োগ দিয়েছে অস্ট্রেলিয়া। ভরপুর অভিজ্ঞতা নিয়ে অজিদের পেস বোলিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন তিনি।দায়িত্ব নেওয়ার আগে ভিক্টোরিয়ার সহকারী কোচ ছিলেন গ্রিফিথ। অজিদের কোচ হিসেবে তার নিয়োগে উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তিনি বলেন, ‘‘আমি খুব খুশি যে ক্রিকেট অস্ট্রেলিয়ার জাতীয় দলে পেস বোলিং কোচ হিসেবে অ্যাডাম তার দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন। আমাদের কোচিং সেটআপে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে যোগ দিয়েছেন তিনি। সব ফরম্যাটে তার দক্ষতা অস্ট্রেলিয়ার পেস বোলারদের তৈরিতে মূল্যবান অবদান রাখবে।’’ বড় পর্যায়ে কোচিংয়ের উল্লেখযোগ্য অভিজ্ঞতা রয়েছে এই অজির। গ২০১২ এবং ২০১৬ সালের দ্বিপাক্ষিক সিরিজ এবং ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার পুরুষ দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন গ্রিফিথ। এর বাইরে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং পার্থ স্কর্চার্সের সিনিয়র সহকারী কোচ, তাসমানিয়ার কোচিং ডিরেক্টর, তাসমানিয়া টাইগার্স ও বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। অভিজ্ঞতা রয়েছে আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগের। ২০২৪ মৌসুম পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সহকারী কোচ (বোলিং) হিসেবে কাজ করেছেন অ্যাডাম গ্রিফিথ।