সাবেক সংসদ সদস্য খৈয়াম

আ'লীগ বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে

এফএনএস (আক্তারুজ্জামান মৃধা; গোয়ালন্দ, রাজবাড়ি) : : | প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:১৮ পিএম
আ'লীগ বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে

রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গোয়ালন্দ উপজেলা, পৌর ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে গোয়ালন্দ শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বিএনপির সকল স্তরের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। তিনি  আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা কাজী কেরামত আলী ও তার ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী'র বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, দুই ভাই মিলে রাজবাড়ীকে নরকে পরিণত করেছে। আওয়ামী লীগ সরকার রাজনীতির বদলে তাদের নেতাকর্মীদের গুন্ডা বাহিনীতে পরিণত করেছিল। দীর্ঘ সময় ক্ষমতায় থেকে তারা রাজবাড়ীকে মাদকের রাজ্যে পরিণত করেছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে। এই দেশে আওয়ামী লীগের ফিরে আসার আর কোনো উপায় নেই। তাই যারা আওয়ামী লীগ করেন, তাদের বলছি আওয়ামী লীগের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন।বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা অবৈধভাবে কোন কিছু করতে যাবেন না, আপনারা বৈধ্য ভাবে ব্যবসা বানিজ্য করুন আমি আপনাদেকে সহয়তা করবো, কেউ নদীর অবৈধ বালির পেছনে ছুটবেননা, আলি বালির পেছনে ছুটলে আমাকে পাবেন না। জনগণের জন্য কাজ করুন। তিনি আরও বলেন,বিএনপি ক্ষমতায় আসলে গোয়ালন্দকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হবে এবং এই প্রকল্প বাস্তবায়নের জন্য সবাইকে আশ্বস্ত করেন। গোয়ালন্দ উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মোঃ রোস্তম আলী মোল্লার সভাপতিত্বে এবং পৌর বিএনপি সহসভাপতি ইন্জিঃ মাহবুব আলম শাহীন ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ আল রেজার সঞ্চালনায় এ-সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহবায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব মনজুরুল আলম দুলাল, যুগ্ম আহবায়ক গাজী আহসান হাবিব, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, জেলা যুব দলের আহবায়ক খায়রুল আনাম বকুল, জেলা কৃষক দলের আহবায়ক মো. আইউবুর রহমান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ইয়াসমিন আরা পিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ আলম, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এ্যাড. মাহবুবুর রহমান মাহবুব, জেলা বিএনপির সাবেক সদস্য  অর্ণব নেওয়াজ মহমুদ ঋষিত, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মো. নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা যুবদলের আহবায়ক মো. ফারুক দেওয়ান, পৌর যুবদলের আহবায়ক মো. দেলোয়ার হোসেন মন্ডল দেলো, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়াহিয়া খান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম শেখ, গোয়ালন্দ উপজেলা ছাত্র দলের সভাপতি রেজাউল হাসান মিঠু, জেলা ছাত্রদলের সদস্য শাহরিয়ার আদনান নুর ইসলাম, পৌর ছাত্র দলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ, গোয়ালন্দ পৌর জাসাসের সভাপতি সাইফুল রহমান পারভেজ, উপজেলা তরুন দলের সভাপতি মাসুদ রানা, জিয়া সরাইবার ফোর্স নেতা সাইফুল ইসলাম মিলন, পৌর জিয়া সরাইবার ফোর্স নেতা জুয়েল রানা, তাজেল প্রমূখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে