বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে আজ মঙ্গলবার বিকেলে পিরোজপুরে জেলা জামায়াত বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মিছিল পূর্ব সমাবেশে জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদেও সভাপতিত্বে প্রধান বক্তা সাবেক এমপি মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী পুত্র পিরোজপুর-১ আসনের ঘোষিত প্রার্থী মাসুদ সাঈদী বরেছেন জামায়াতকে নিশ্চিহ্ন করতে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিযামী, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ জামায়াতের নেতৃস্থানীয় পর্যায়ের অনেককে মিথ্যা অভিযোগের সাজানো মামলায় প্রহসনের বিচারে মৃত্যু দন্ডসহ যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে। এখনো কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল আজহারুল ইসলাম সাহেব মৃত্যুদন্ড মাথায় নিয়ে আজ ১৩ বছর জেলে রয়েছেন। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই। তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে। তিনি আরো বলেন নির্বাচন থেকে দূরে রাখতে জামায়াতের নিবন্ধন বাতিল করেছে আওয়ামীলীগ। জামায়াতের নিবন্ধন ও প্রতিক দাড়িপাল্লা ফিরিয়ে দিতে হবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, সেক্রেটারী মোঃ জহিরুল ইসলাম, সহকারী সেক্রেটারী আব্দুর রাজ্জাক, ছাত্র শিবিরের জেলা সভাপতি মেহেদী হাসান প্রমুখ।