আজ ঢাকা মাতাবেন আতিফ

এফএনএস: : | প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৪, ১২:৩৭ পিএম : | আপডেট: ৪ ডিসেম্বর, ২০২৪, ০৪:৫২ পিএম
আজ ঢাকা মাতাবেন আতিফ

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম মাস কয়েক আগেই রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে পারফর্ম করেছিলেন। বছর না ঘুরতে আবারও ঢাকায় তিনি। এবার গাইবেন ঢাকার আর্মি স্টেডিয়ামে। আজ শুক্রবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে অংশ নেবেন তিনি। বিকেল ৫টা থেকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে কনসার্ট। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে দুপুর ১টায়। বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে এই কনসার্টটি আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন। আতিফ ছাড়াও কনসার্টে গাইবেন আরেক পাকিস্তানি তরুণ শিল্পী আবদুল হান্নান, বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল। ২০০৩ সালে ব্যান্ড 'জল'-এর হয়ে পেশাদার সংগীতজীবন শুরু করেন আতিফ আসলাম। মূলত উর্দু ভাষায় গান গাইলেও তিনি হিন্দি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় গান গেয়ে থাকেন। গান গাওয়ার পাশাপাশি অভিনয়ও করেন তিনি। পাকিস্তানের গণ্ডি পেরিয়ে 'ও লামহে ও বাতে', 'আদাত', 'তেরে বিন', 'তু জানে না' থেকে 'পেহলি দফা'র মতো গানে বাংলাদেশের শ্রোতাদের মধ্যেও জনপ্রিয়তা রয়েছে আতিফের। ২০১৩ সালে বিপিএলের উদ্বোধন অনুষ্ঠানে পারফর্ম করতে প্রথমবার ঢাকায় আসেন আতিফ। এরপর ২০১৬ সালে ‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট লাইভ ইন ঢাকা’য় অংশ নিতে দ্বিতীয়বার বাংলাদেশ সফর করেন। সর্বশেষ গত এপ্রিলে ঢাকায় পারফর্ম করেন তিনি। ‘লেটস ভাইভ আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্টটিতে গেয়ে শোনান ‘ও লামহে’, ‘তেরে বিন’, ‘পেহলি নাজার ম্যায়’, ‘তেরে লিয়ে’সহ তার গাওয়া জনপ্রিয় বেশ কিছু গান। সেই কনসার্টে আতিফের সঙ্গে পারফর্ম করেছিলেন বাংলাদেশের আহমেদ হাসান সানি, ব্যান্ড কাকতাল, ফিরোজ জং ও কার্নিভ্যাল।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW