সিলেটে সাবেক কাউন্সিলরের জামিন নিয়ে বিতর্ক

আদালতে আগের সরকারের দোসর থাকার অভিযোগ বিএনপির

এফএনএস (সিলেট) : : | প্রকাশ: ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৪৪ পিএম
আদালতে আগের সরকারের দোসর থাকার অভিযোগ বিএনপির

সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর রেজওয়ান আহমেদ পাঁচটি মামলায় জামিন পাওয়ার পর আদালতের দায়িত্বে থাকা পিপি, এপিপি এবং স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়। এমন পরিস্থিতিতে সোমবার বিকেলে কুমারপাড়ার প্লাটিনাম লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারা তাদের অবস্থান পরিষ্কার করেন। তারা দাবি করেন, “আদালতে এখনো আগের সরকারের কিছু দোসর রয়ে গেছে” যারা এতো বছর বিচার ব্যবস্থাকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে, তাদের দোসররা এখনো সক্রিয় রয়েছে। উল্লেখ্য গত ৩০ জানুয়ারী সিলেটের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে একসাথে ৫টি মামলায় জামিন পান সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর রেজওয়ান আহমেদ এবং তার ভাই কামরান আহমদ। সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপির মহানগর ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ জেলা ও মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW