আলোকিত রাজারহাট পাক্ষিক পত্রিকার আত্ম প্রকাশ

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : : | প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২৪, ০৪:৪৬ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
আলোকিত রাজারহাট পাক্ষিক পত্রিকার আত্ম প্রকাশ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা থেকে পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ নামের একটি পত্রিকা আত্মপ্রকাশ করেছে। রোববার(১ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাবে পত্রিকাটির ফিতা ও কেক কেটে মোড়ক উম্মোচন করে উদ্বোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান। উদ্বোধনের সময় তিনি বলেন, ‘আলোকিত রাজারহাট’ পাক্ষিক পত্রিকাটি রাজারহাট উপজেলা তথা কুড়িগ্রাম জেলার প্রশাসনের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে। পত্রিকাটি পরবর্তীতে সাপ্তাহিক হয়ে দৈনদিন পত্রিকা হিসেব প্রকাশিত হবে বলে তিনি প্রত্যাশা রাখেন। প্রেসক্লাব রাজারহাট সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে আলোকিত রাজারহাটের প্রধান সম্পাদক দিপালী  রানী রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) আশাদুল হক, রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মোঃ কফিল উদ্দিন, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান টিউটর, উলিপুর প্রেসক্লাবের আহবায়ক তৈয়বুর রহমান, যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান শাহিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইব্রাহিম খলীল আনোয়ারী, রাজারাহাট কারিগরি বানিজ্যিক কলেজের অধ্যক্ষ আবুল হোসেন, প্রেসক্লাব রাজারহাটের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, আলোকিত রাজারহাট’র সম্পাদক ও প্রকাশক প্রহলাদ মন্ডল সৈকত ও  নির্বাহী সম্পাদক মোহাম্মদ আলী মন্ডল এটম প্রমূখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে