আশাশুনিতে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনায়ন শীর্ষক প্রশিক্ষণ

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : : | প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:১৮ পিএম
আশাশুনিতে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনায়ন শীর্ষক প্রশিক্ষণ

আশাশুনিতে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনায়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ হল রুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। 

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ও সেশান পরিচালনা কালে কার্যক্রমের সার্বিক দিক সম্পর্কে দিক নির্দেশনা মূলক আলোচনা ও প্রশ্ন উত্তরের মাধ্যমে বক্তব্য উপস্থাপন করেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক সন্তোষ কুমার নাথ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা সহকারী পরিচালক রোকনুজ্জামান। ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনায়ন সম্পর্কে বক্তব্য রাখেন, সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার শাহিনুর ইসলাম, ইউনিয়ন সমাজকর্মী মৃণাল কান্তি স্বর্ণকার, সেলিম শাহরিয়ার, আইডিয়াল এনজিওর সুব্রত বাছাড়। উপকারীদের মধ্যে আকবর আলী, আফরোজা খানম প্রমুখ ঋণ গ্রহনের পর গৃহীত কার্যক্রম ও বর্তমান অবস্থা সম্পর্কে অভিমত ব্যক্ত করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে