শিক্ষক নির্যাতন, হয়রানির ও চৌধুরী হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমানকে অন্যায় ভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদে বীরগঞ্জ উপজেলার নিবার্হী অফিসার ফজলে এলাহির প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে বীরগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী। পরে তাদের সাথে যোগ দেয় ছাত্র-জনতা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আন্দোলন পুরো শহরে যানচলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের কারণে সড়কে আটকা পড়ে কয়েকশ যানবাহন। বুধবার সকালে বীরগঞ্জ উপজেলা শিক্ষক পরিবার ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে বীরগঞ্জের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও আপম জনসাধারণ দুর্নীতিবাজ ইউএনও প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করে রাখেএ সময় রাস্তায় ব্যাপক যানজট লক্ষ্য করা যায়। মানবন্ধন সকাল ১০ টা থেকে শুরু হয়ে এবং পরে প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের বৈঠকের পর ও ইউএনও প্রত্যাহারের দাবি কর্তৃপক্ষের আশ্বাসের পর বেলা ২ টায় অবরোধ তুলে নেওয়ায় যানচলাচল স্বাভাবিক হয়। সকালে ইউএনও প্রত্যারের দাবিতে মিছিল নিয়ে আন্দোলনকারীরা উপজেলা পরিষদ চত্বরে প্রবেশ কালে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধা অতিক্রম করে উপজেলা পরিষদ চত্বরে প্রবেশ করে এবং মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদের সামনে দিনাজপুর-পঞ্চগড় সড়ক অবরোধ করে। এ সময় সেখানে পুলিশ ও সেনাবাহিনী অবস্থান নেয়। সমিতির আহবায়ক কবি নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা শিক্ষক সমিতির সিনিয়র সহসভাপতি মোঃ মিজানুর রহমান, কবিরাজহাট বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাকছুদা খাতুন, আমিনা করিম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ কুমার সরকার, খামার খড়িকাদম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের,আত্রাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা মানুষ গড়ার কারিগড়। আজকে মানুষ গড়ার কারিগড় হয়ে আমাদের রাজপথে আসতে হচ্ছে এই দুঃখের কথা। ইউএনও শিক্ষক নির্যাতন, হয়রানির কারনে শিক্ষক সমাজ আজ রাজপথে। এই ইউএনওকে দ্রুত প্রত্যাহার করা না হলে আমরা রাজপথ ছাড়বো না। মানবন্ধনে ইউএনও ঘুষ ও দুর্নীতি নিয়েও বক্তব্য রাখেন শিক্ষক নেতারা। সংবাদ পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত জেলা প্রশাসক এস এস হাবিবুর হাসান ছুটে আসেন। তিনি আন্দোলনকারী শিক্ষক নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসেন। আলোচনা শেষে দুপুর ২টায় অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। এ ব্যাপারে জানতে চাইলে শিক্ষক সমিতির আহবায়ক কবি নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম জানান, আলোচনায় ইউএনও প্রত্যাহারের আশ্বাসে আন্দোলন কর্মসূচী স্থগিত করা হয়েছে এবং সড়ক অবরোধ তুলে নেওয়া হয়েছে। দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এস এস হাবিবুর হাসান জানান, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে।