বর্তমান যুগে ইন্টারনেট সংযোগ না থাকলে সময় যেন কাটতে চায় না। এমন পরিস্থিতে টিকটক ব্যবহার করতে চাইলে সেটিও কিন্তু সম্ভব। টিকটকের অফলাইন ভিডিও ফিচার ভিডিও ডাউনলোড করে, ইন্টারনেট ছাড়াই সেগুলো দেখার সুযোগ দেয়। কীভাবে এটি ব্যবহার করবেন সে বিষয়ে একটি নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট হাও-টু গিক। চলুন জেনে নেওয়া যাক এর বিস্তারিত-
অফলাইন ভিডিও ফিচার কী?
টিকটকের অফলাইন ভিডিও ফিচার, বেশ কয়েকটি ভিডিও ডাউনলোড করতে দেয়, যা পরে ইন্টারনেট ছাড়াই দেখা যায়। কেউ চাইলে একবারে ৫০টি থেকে ২০০টির মধ্যে ভিডিও ডাউনলোড করতে পারেন। ইন্টারনেটের সঙ্গে যুক্ত না থাকলেও পরবর্তীতে ডাউনলোড করা এসব কনটেন্ট সহজেই দেখে নিতে পারেন।
কীভাবে ডাউনলোড করবেন?
প্রথমে টিকটক অ্যাপ চালু করে নিজের প্রোফাইলে যান। এরপর ওপরের ডান কোণায় মেনু বাটনে চাপুন। পরের স্ক্রিনে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনটি বেছে নিন। নিচে স্ক্রল করে ‘ক্যাশ অ্যান্ড সেলুলার’ বিভাগে যান ও ‘অফলাইন ভিডিওস’ অপশনটি বেছে নিন। কতগুলো ভিডিও ডাউনলোড করা যাবে এবং কত ডেটা খরচ হবে তার অপশন আসবে পরের স্ক্রিনে। নিজের পছন্দের অপশনটি বেছে নিন ও ‘ডাউনলোড’ অপশনে চাপুন। এ পর্যায়ে ওয়াইফাই সংযোগ না থাকলে পপ-আপ স্ক্রিনে টিকটক জানতে চাইবে। ডাউনলোডের জন্য মোবাইল ডেটা ব্যবহার করতে চান কিনা। অসুবিধা না থাকলে কন্টিনিউ অপশনে চাপলেই ভিডিও ডাউনলোড হতে শুরু করবে। ডাউনলোড করা ভিডিওগুলি সরাসরি টিকটক অ্যাপে সংরক্ষণ হবে ও অফলাইন ভিডিও বিভাগ থেকে যেকোনো সময় দেখা যাবে। এ ছাড়া, ভিডিওগুলোতে বিজ্ঞাপন নেই, ফলে বাধা ছাড়াই এসব কনটেন্ট দেখা যাবে। ডাউনলোড হওয়ার পর, অফলাইন ভিডিও ট্যাবে গেলে স্বয়ংক্রিয়ভাবেই অফলাইনে ভিডিও চালু হয়ে যাবে। স্ক্রিনের নিচে একটি লেখা দেখাবে, “আপনি অফলাইন ভিডিও দেখছেন।” নতুন ভিডিও যোগ করবেন কীভাবে? অফলাইন ভিডিও কনটেন্ট আপডেট করতে পুনরায় ইন্টারনেট সংযোগে ফিরতে হবে। ডিভাইসে ইন্টারনেট সংযোগ যোগ করে, অফলাইন ভিডিও ট্যাব চালু করুন। স্ক্রিনের ওপরে সেটিংস অপশনে যান। পপ-আপ পৃষ্ঠা থেকে আগের ভিডিও মুছে ফেলতে ‘ক্লিয়ার’ অপশনে চাপুন। এখন আগের মতো একইভাবে নতুন ভিডিওর একটি ব্যাচ ডাউনলোড করতে পারবেন। অফলাইন ভিডিও দেখতে দেখতেই ইন্টারনেট সংযোগ ফিরে এলে স্ক্রিনের নিচে ‘গো টু ফর ইউ’ লেখা একটি অপশন আসবে। এখানে চাপলে টিকটকের ডিফল্ট ‘ফর ইউ’ পৃষ্ঠায় ফিরে যাবেন যেখানে নতুন কনটেন্ট ও স্বাভাবিকভাবেই টিকটক ভিডিও দেখতে পারবেন।