পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার চন্ডিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ শহিদুল ইসলাম (৪৬) কে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বিকেল সাড়ে তিনটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মারুফ হাসান জানান, শহিদুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার ভিত্তিতে এই গ্রেপ্তার করা হয়েছে।
মোঃ শহিদুল ইসলাম মৃত মোসলেম আলী হাওলাদারের পুত্র এবং চন্ডিপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।