ইন্দুরকানীতে বন্দর শ্রমিক দলের কমিটি গঠন

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : : | প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৫, ০৬:৫৯ পিএম
ইন্দুরকানীতে বন্দর শ্রমিক দলের কমিটি গঠন

ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলা বন্দর শ্রমিক দলের নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা বিএনপি কার্যালয়ে এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ এবং সদস্য সচিব শাহাদাত হোসেন রানার স্বাক্ষরিত অনুমোদিত কমিটিতে মো. নজরুল ইসলাম খানকে সভাপতি এবং মো. আলমগীর মীরকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ৩৯ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন ঘোষণার সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ফরিদ আহমেদ, সদস্য সচিব জনাব আলমগীর কবির মান্নু, যুগ্ম আহ্বায়ক এইচএম ফারুক হোসেন, ছাত্রদলের সাবেক সভাপতি মো. শাহিদুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক মো. আল-আমিন হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব জুয়েল রানা, ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক কে এম শামীম রেজা এবং জিয়ানগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শাকিল মাহমুদ পলাশ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে