ইসকন নিষিদ্ধের দাবিতে গফরগাঁওয়েবিক্ষোভ

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : : | প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৪, ০৫:১৪ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
ইসকন নিষিদ্ধের দাবিতে গফরগাঁওয়েবিক্ষোভ

উগ্রবাদী হিন্দু জঙ্গি সংগঠন ইসকন কর্তৃক চট্টগ্রাম জেলা আদালতে সন্ত্রাসী হামলায় এক আইনজীবী নিহত ও কয়েকজন আহতের ঘটনায় ময়মনসিংহের গফরগাঁওয়ে বিক্ষোভ মিছিল করেছেন গফরগাঁও এর উলামা ও তৌহিদী জনতা ব্যানারে আলেম উলামাসহ সর্বস্তরের লোকজন। গত বুধবার বিকেলে গফরগাঁও রেলওয়ে স্টেশন সামনে থেকে মিছিলটি শুরু হয়। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে মিছিলটি পৌরসভা অফিস এলাকায় এসে বিক্ষোভকারীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে বক্তারা চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একইসঙ্গে তারা ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান এবং ইসকনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন খুদ্দামুল মুসলিমিনের মহাসচিব মাওলানা মাহাদী হাসান, খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা ইলিয়াস ফরাজী, তারুণ্য সমাবেশের আহবায়ক মুফতি ইমরান হোসাইন আজাদসহ আরো অনেকেই প্রমূখ। বিক্ষোভকারীরা ইসকনের বিরুদ্ধে স্লোগান দিয়ে বাংলাদেশ থেকে তাদের বিতাড়নের হুমকিও দেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW