ফেসবুক স্ট্যাটাসে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৫, ০৭:১৩ পিএম
উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে তা সরকারের বাইরে গিয়ে করতে হবে। একইসঙ্গে তিনি রাজনৈতিক দলগুলোর ওপর সরকারের কাজে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছেন।  

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। তাঁর বক্তব্যটি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট শেয়ার করার পর আসে।  

আসিফ মাহমুদ তাঁর পোস্টে লেখেন, ‘‘সরকারে থেকে রাজনৈতিক দলের সঙ্গে কোনো প্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে আমরা। উপদেষ্টাদের কেউ যদি রাজনীতি করতে চান, তবে তাকে সরকার থেকে বের হয়েই তা করতে হবে।’’  

তিনি আরও উল্লেখ করেন, ‘‘বিভিন্ন সরকারি ও সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগে তদবির বা চাপ প্রয়োগ করাও অনুচিত। সরকারের পেশাদারিত্ব রক্ষায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’  

আসিফ মাহমুদ এ স্ট্যাটাস দেওয়ার আগে উপদেষ্টা নাহিদ ইসলামের একটি ফেসবুক পোস্ট শেয়ার করেন। ওই পোস্টে নাহিদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবিকে এক–এগারো সরকারের ইঙ্গিত বলে অভিহিত করেন।  

নাহিদের পোস্ট শেয়ার করার সময় আসিফ ক্যাপশনে লিখেছেন, ‘‘প্রফেশনালিজম (পেশাদারত্ব) রক্ষার্থে সরকারে থেকে আরও অনেক কিছুই বলতে পারি না। তবে জনগণকে অন্ধকারে রাখাটাও অনুচিত।’’  

বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘যদি অন্তর্বর্তীকালীন সরকার পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখতে না পারে, তাহলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে।’’  

এই বক্তব্য নিয়ে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ উভয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান। উভয়ের বক্তব্যে সরকারের নিরপেক্ষতা রক্ষার প্রতি জোর দেওয়া হয়েছে এবং রাজনৈতিক সংযোগ বা চাপ প্রয়োগের বিষয়ে সতর্ক করা হয়েছে।  

আসিফ মাহমুদ তাঁর পোস্টে উপদেষ্টাদের দায়িত্ব পালনকালে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান এবং জানান, ‘‘সরকারের প্রতি জনগণের আস্থা অক্ষুণ্ন রাখতে পেশাদারিত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’  

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে