এসএসসি-২০২৫: গণিত পরীক্ষার নতুন তারিখ ও সংশোধিত রুটিন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশ: ১৯ মার্চ, ২০২৫, ০২:২৮ পিএম
এসএসসি-২০২৫: গণিত পরীক্ষার নতুন তারিখ ও সংশোধিত রুটিন প্রকাশ

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের গণিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ২০ এপ্রিলের পরিবর্তে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ এপ্রিল। আজ বুধবার (১৯ মার্চ) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড নতুন এই সময়সূচি প্রকাশ করেছে।

২০ এপ্রিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ইস্টার সানডের দিন হওয়ায় এদিন পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা বোর্ড পরীক্ষার তারিখ একদিন পিছিয়ে ২১ এপ্রিল নির্ধারণ করে।

নতুন সূচি অনুযায়ী, ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার তত্ত্বীয় অংশ শুরু হবে ১০ এপ্রিল এবং শেষ হবে ১৩ মে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।

এবারও বাংলা প্রথমপত্রের পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শুরু হবে। পরীক্ষাগুলো নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে।

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন শিক্ষার্থী। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন, মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষার্থী ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি বোর্ডের পরীক্ষার্থী ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।

নতুন রুটিন প্রকাশের পর শিক্ষার্থীরা তাদের প্রস্তুতির পরিকল্পনা পুনরায় সাজাতে পারবেন। সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের নতুন সময়সূচি সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। পরীক্ষার সর্বশেষ তথ্য জানতে বোর্ডের ওয়েবসাইট নিয়মিত পর্যবেক্ষণ করার আহ্বান জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে