আসন্ন রমজানে বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার বিশেষ নির্দেশনা জারি করেছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, সচিবালয়, সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বাসাবাড়ি ও মসজিদে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে নামানো যাবে না। নির্দেশনা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট স্থানে লোডশেডিং বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হতে পারে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে এ নির্দেশনার কথা জানান তিনি। তিনি বলেন, "বিদ্যুৎ বিভাগের নির্দিষ্ট টিম এসির ব্যবহারের বিষয়টি পর্যবেক্ষণ করবে। নির্দেশনার ব্যত্যয় ঘটলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
রমজানে বিদ্যুতের চাহিদা বাড়ে উল্লেখযোগ্যভাবে। সাধারণত শীতকালে বিদ্যুতের চাহিদা থাকে ৯ হাজার মেগাওয়াট, কিন্তু গ্রীষ্মে তা বেড়ে ১৭-১৮ হাজার মেগাওয়াটে পৌঁছে যায়। এর মধ্যে উল্লেখযোগ্য অংশ ব্যয় হয় সেচ ও এসির ব্যবহারে। ফাওজুল কবির খান বলেন, "সেচ ব্যবস্থা খাদ্য উৎপাদনের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট হওয়ায় এটি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। তবে এসির ব্যবহার নিয়ন্ত্রণ করে আমরা কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করতে পারব।"
বিদ্যুৎ উপদেষ্টা জানান, ধর্ম উপদেষ্টাকে অনুরোধ করা হয়েছে, যেন প্রতিটি মসজিদে তারাবির সময় এসি ২৫ ডিগ্রিতে ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়। কারণ, তারাবির নামাজের পর অনেক মসজিদে ফ্যান ও লাইট চালু থাকে, যা বিদ্যুতের অপচয় করে। সচেতনতা বৃদ্ধির জন্য মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের নির্দেশনা দেওয়া হবে।
এসি ব্যবহারের এ নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, তা পর্যবেক্ষণে বিদ্যুৎ বিভাগের বিশেষ টিম কাজ করবে। বিদ্যুৎ উপদেষ্টা বলেন, "যদি কোনো স্থানে নির্দেশনা লঙ্ঘিত হয়, তাহলে সেখানে ঘোষণা দিয়ে লোডশেডিং করা হবে। ক্ষেত্রবিশেষে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ব্যবস্থাও নেওয়া হতে পারে।"
বিদ্যুৎ উপদেষ্টা জানান, বর্তমানে উচ্চমূল্যে বিদ্যুৎ কেনা হচ্ছে, যা সরকারের জন্য আর্থিক চাপ তৈরি করছে। তিনি বলেন, "আমাদের বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতার অভাব নেই, তবে সংকট জ্বালানির। আমরা গ্যাস উৎপাদন বাড়াতে নতুন কূপ খনন করছি এবং অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছি, যাতে সাশ্রয় সম্ভব হয়।"
সরকারের এই উদ্যোগ বিদ্যুৎ সাশ্রয়ে কতটা কার্যকর হয়, তা দেখার জন্য সবাই অপেক্ষায় থাকবে। তবে নির্দেশনা যথাযথভাবে মানা হলে রমজান মাসে বিদ্যুৎ সরবরাহ কিছুটা স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।