কুড়িগ্রামের চিলমারীতে ইসকন নিষিদ্ধ ও এ্যাডঃ সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আলেম-ওলামা, ছাত্র ও জনতার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বাজার বড় মসজিদ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, মাওনালা মোঃ আবু সাইদ হোসেন কারী, থানাহাট বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মোঃ ওয়াজেদ আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চিলমারী উপজেলা শাখার সমন্বয়ক মোঃ সাব্বির আহাম্মেদ, সাজ্জাদ হোসেন, সাফিন, আব্দুর রহমান, প্রমূখ। বক্তারা তাদের বক্তব্যে জঙ্গি সংগঠন ইসকন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ করাসহ শহীদ এ্যাডঃ সাইফুল ইসলাম আলিফ এর হত্যাকারীদের অতিদ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।