কপোতাক্ষ নদের তীরে মধুমেলা-২০২৫

এফএনএস (মোঃ মুজিবুর রহমান; পাটকেলঘাটা, সাতক্ষীরা) : : | প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২৫, ০৭:২৭ পিএম
কপোতাক্ষ নদের তীরে মধুমেলা-২০২৫

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ি কপোতাক্ষ নদের তীরে শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মজয়ন্তী ও মধুমেলা-২০২৫ এর উদ্বোধন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।

তিনি ফিতা কেটে ও কবুতর উড়িয়ে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী ও মধুমেলা-২০২৫ এর উদ্বোধন করেন।

যশোর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মধুমেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন।

যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে মধুমঞ্চে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নুর আলম, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. খন্দকার এহসানুল কবির, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপি;র সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির অধ্যপক গোলাম রসুল।

জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার ফারজানা ইসলাম ও সরকারি এম এম কলেজের প্রফেসর জিলুল বারীর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক পিপি মোহাম্মাদ ইসহাক, যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ডাঃ আবুল কালাম আজান লিটু, যশোর প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা, লেখক ও গবেষক বেনজীন খান, বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা বিভাগীয় আঞ্চলিক পরিচালক লাভলী ইসমীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা আমির অধ্যাপক মোঃ মোক্তার আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা সদস্য সচিব জেসিনা মুর্শিদ প্রাপ্তি প্রমুখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে