সড়কের উপর দোকান-যানবাহনের স্ট্যান্ড

কমলগঞ্জে যানজটে পথচারিদের চরম ভোগান্তি

এফএনএস (এস.কে.দাস; কমলগঞ্জ, মৌলভী বাজার) : : | প্রকাশ: ১৭ মার্চ, ২০২৫, ০৭:৩৬ পিএম
কমলগঞ্জে যানজটে পথচারিদের চরম ভোগান্তি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজার এলাকার  সড়কের জায়গা দখল করে বসানো হয়েছে দোকান। গড়ে তোলা হয়েছে যানবাহনের স্ট্যান্ড। ফলে সড়ক সরু হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। কমলগঞ্জ উপজেলা, ভানুগাছ, শমশেরনগর, মুন্সিবাজার, আদমপুর, পতনঊষার, বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। অনেক জায়গায় সড়কের অর্ধেক অংশ সিএনজি-চালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহনের স্ট্যান্ডের দখলে চলে গেছে। এ ছাড়া সড়কের ওপর গাড়ি পার্ক করে রাখা হয় এবং রাস্থার দুই পাশে ছোট ছোট টংদোকান বসিয়ে রাখা হয়েছে।

কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের ব্যবসায়ীরা জানান, বাজারের ভেতর দিয়ে চলে গেছে চাতলাপুর চেকপোস্ট সড়ক। এখানে সড়কে অটোরিকশা, পিকআপ, মাইক্রোবাস ও ইজিবাইকের স্ট্যান্ড গড়ে তোলা হয়েছে। এ ছাড়া সড়কের জায়গা দখল করে বিভিন্ন দোকান গড়ে তোলা হয়েছে। এখানে কোনো ট্রাফিক ব্যবস্থাপনা নেই। এ জন্য বেশির ভাগ সময় যানজট লেগেই থাকে। ফলে বাজারের ক্রেতা, ব্যবসায়ী ও পথচারীদের অনেক ভোগান্তিতে পড়তে হয়।

শমশেরনগর ও মুন্সিবাজার ব্যবসায়ীরা জানান, এখানকার সড়কে অনেক দিন ধরে সড়ক ও জনপথ বিভাগ এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো অভিযান চালানো হয় না। এ কারণে যে যার মতো বাজারের ভেতর গাড়ি পার্ক করে রাখেন। দোকানের সামনে গাড়ি পার্ক করে রাখায় ব্যবসায়ীদের মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন ।

স্থানীয় বাসিন্দা ফয়সাল আহমেদ নাজমুল ইসলামসহ কয়েকজন বলেন, প্রশাসনের পক্ষ থেকে মাঝেমধ্যে বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করলে হয়তো সাধারণ মানুষের ভোগান্তি কিছুটা কমে আসত।

জেলা সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, বিভিন্ন বাজার এলাকায় সড়কের অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য চিঠি পাঠানো হবে। যদি তাঁরা নিজ ইচ্ছায় সরে না যান, তাহলে জেলা প্রশাসকের সহযোগিতায় তাঁদের উচ্ছেদ  করা হবে ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে