করিমগঞ্জে ১৬০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : : | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৪, ০২:৫২ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
করিমগঞ্জে ১৬০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের পশ্চিম কান্দাইল গ্রামের মাওলানা আব্দুল হাই খান সাহেবের বাজার প্রাঙ্গনে দিন ব্যাপী চলে ফ্রি মেডিকেল ক্যাম্প। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ‘‘অ্যাসোসিয়েশন অব ময়মনসিংহ এক্স ক্যাডেটস’’; ‘‘খুঁজে ফিরি মানবতা’’ ও ‘‘টুয়েলভ রিভার্স’’ নামের সংগঠন গুলোর যৌথ উদ্যোগে পরিচালিত হয় এ ফ্রি মেডিকেল ক্যাম্প ।

এতে প্রায় ১৬০০ রোগীকে মেডিসিন, নিউরো মেডিসিন, ফিজিক্যাল মেডিসিন, গাইনী, গ্যাস্ট্রোলিভার, শিশু ও দন্ত বিশেষজ্ঞ ডাক্তারগণ চিকিৎসা সেবা প্রদান করেন।

ফ্রি মেডিকেল ক্যাম্প এ যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ ছিলেন তাঁরা হলেন বিআরবি হাসপাতালের গাইনী এন্ড অবস্ কনসালটেন্ট ডা. শাহিনা বেগম শান্তা, সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. নাহিদা জাফরিন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিকেল মেডিসিন ও রিহ্যাবিল্যাটিশেন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মঞ্জুর আহমেদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের জুনিয়র কনসালটেন্ট ডা. কাজী তাসলিমা, সহযোগী কনসালটেন্ট ডা. সুফিয়া আহমেদ, ডা. রাফিয়া আক্তার, ডা. এস.এম. তানভীর ইসলাম, ডা. শফিউল ইসলাম পারভেজ, ডা. মো. সামিউল হুদা, ডা. শাহীনা আক্তার, ডা. শরীফুল ইসলাম, ডা. জান্নাতুল ফেরদৌস চৌধুরী, আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন ডা. আফি আদিবা নিতুনতো, আদ-দ্বীন ওমেনস মেডিক্যাল কলেজ এর ডা. মাহফুজা আক্তার, সহকারী ডেন্টাল সার্জন ডা. মো. মাহমুদুল হাসান এবং সহকারী ডেন্টাল সার্জন ডা. আমিনুল রাজি প্রতীক।

বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে কান্দাইল গ্রামের আরজু মিয়া বলেন এরকম মেডিকেল ক্যাম্প তিনি তাঁর এলাকায় আগে কখনও দেখেননি, কাঙ্খিত সেবা পেয়ে তিনি খুবই উচ্ছসিত।

কান্দাইল গ্রামের সন্তান বর্তমানে বাংলাদেশ সেনাবাহীনীতে কর্মরত লেফট্যানেন্ট কর্ণেল আহমেদ উল্লাহ খান বলেন “ আমাদের এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্দেশ্য হলো দু:স্থ মানবতার সেবায় নিজেকে সম্পৃক্ত রাখা এবং এর মাধ্যমে গ্রামাঞ্চলের দু:স্থ মানুষ যারা বিভিন্ন রোগে ভুগছেন, ভালো ডাক্তার দেখাতে পারেন না তাদের জন্য আজকের এ ফ্রি মেডিকেল ক্যাম্প । তিনি জানান ২৮জন বিশেষজ্ঞ ডাক্তারসহ মোট ৫৪জন ডাক্তার রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন এবং রোগীদের বিনামূল্যে ঔষধ দেওয়া হয়।

করিমগঞ্জ উপজেলার ৯ নং জয়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হুমায়ুন কবির বলেন, আমার ইউনিয়নে এমন সুন্দর আয়োজনে আমি খুবই আনন্দিত। বিশেষ করে খান পরিবারকে আমি ধন্যবাদ জানাই গ্রামের অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য। এমন মানবসেবা অব্যাহত থাকুক আমার ইউনিয়নের মানুষ সেবা পাক।

এ ফ্রি মেডিকেল ক্যাম্পটি সুষ্ঠুভাবে পরিচালিত করার জন্য সার্বিক সহযোগিতা করেন মাওলানা আব্দুল হাই খান সাহেব বাজার কমিটি ও এলাকাবাসী।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে