পটুয়াখালীর কলাপাড়ার ১৩২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ব্যারাক থেকে ইলেকট্রেশিয়ান সোহান মিয়ার গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে বিদ্যুৎ কেন্দ্রের বাংলা শেট টিনশেড ব্যারাকের বি(৩) ১১ রুম থেকে কলাপাড়া থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত সোহান পাবনা জেলার বাহাদুরপুর গ্রামের মধু মিয়ার ছেলে।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, আজ সন্ধার পর নিহতের খালাতো ভাই অন্তর কাজ শেষ করে রুমে এসে সোহান কে ডাকাডাকি করে। কিন্তু রুমের ভিতর থেকে তার সাড়াশব্দ না পেয়ে দরজা ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করে। এ সময় রুম অন্ধকার থাকায় লাইট জ্বালালে সোহান কে রুমের ফ্যানের সাথে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এসময় তার পা ও হাঁটু ফ্লোরে লাগানো ছিল। তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন আসে এবং থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
তিনি জানান, সোহানের মৃত্যুর কারন তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় পরবর্তী আইনী পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।