কালীগঞ্জে উলামা পরিষদের বিক্ষোভ মিছিল

এফএনএস (মোঃ আল-আমিন দেওয়ান; কালীগঞ্জ, গাজীপুর) : : | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৪:৩২ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
কালীগঞ্জে উলামা পরিষদের বিক্ষোভ মিছিল

গাজীপুরের কালীগঞ্জে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকন কর্তৃক মুসলিম আইনজীবীকে হত্যা ও দেশ বিরোধী সকল ষড়যন্ত্র বন্ধের দাবিতে কালীগঞ্জ উপজেলা উলামা পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (১৪ ডিসেম্বর) সকালে কালীগঞ্জ আর আর এন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কালীগঞ্জ উপজেলা উলামা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মুফতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি ইমদাদুল হক এর পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উলামা পরিষদের যুগ্ম সম্পাদক মুফতি মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, কালীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা ফেরদৌস খান সালেহী, প্রচার সম্পাদক মাওলানা আবু হানিফ, ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি মাসুম বিল্লাহ, সদস্য মাওলানা জসিম উদ্দিন হাবিবী প্রমুখ। সমাবেশ শেষে এক বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সমাপ্ত করেন। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে