দিনাজপুরের কাহারোল উপজেলায় ১নং ডাবোর ইউনিয়নের জয়নন্দ হাট সংলগ্ন এলাকার বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ২ বছর পূর্বে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ ২ কোটি টাকা ব্যয়ে পাইন লাইন ওয়াটার স্কিম বসানো হয়। কিন্তু আজ পর্যন্ত বিদ্যুৎ সংযোগ না দেওয়ায় পাইপ ওয়াটার স্কীমটি পানি সরবরাহের জন্য চালু করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন কাহারোল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী মোঃ আব্দুস সালাম। এতে করে ৩ শত পরিবারসহ জননন্দ হাটের অধিকাংশ পানি সরবরাহ পাচ্ছেন না। বর্তমানে পানির স্তর নীচে নেমে যাওয়ায় নলকুপ থেকে পানি উঠছে না। বর্তমানে রমজান মাসে কষ্ট হচ্ছে লোকজনের।
গতকাল বুধবার দুপুরে কাহারোল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী মোঃ আব্দুস সালাম জানান, অনেকদিন পূর্বে বিদ্যুৎ সংযোগের জন্য ঠিকাদার আবেদন করেছেন কিন্তু পল্লী বিদ্যুৎ বিভাগ কি অজ্ঞাত কারণে পাইপ ওয়াটার স্কীমটিতে বিদ্যুৎ সংযোগ দেন নাই।
এ ব্যাপারে কাহারোল পল্লী বিদ্যুৎ অফিসের এ.জি.এম মোঃ জাহাঙ্গীর আলম এর সঙ্গে মুঠোফোনে আমাদের প্রতিনিধির কথা হলে তিনি বলেন, লাইন নির্মাণে সমস্যা থাকার কারনে লাইনটি চালু করা সম্ভব হয় নাই। তিনি আরো বলেন, আগামী ১ সপ্তাহের মধ্যে লাইন নির্মাণে ব্যবস্থা করা হবে। এলাকাবাসী দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।