দিনাজপুরের কাহারোল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গড়নূরপুর গ্রামের ফারুক মুন্সির স্ত্রী মোছাঃ রিমু বেগমকে বুধবার রাতে সাড়ে ১২ কেজি সহ আসামীকে তার বাড়ি হতে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কাহারোল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রুহুল আমীন প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তার স্বামী মোঃ ফারুক আহমেদ সহ ২ জনের বিরুদ্ধে মামলা করেছে কাহারোল থানার পুলিশ। তিনি জানান, কাহারোল থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন এর নেতৃত্বে এসআই সালাউদ্দীন সহ সঙ্গীও ফোর্স সহ আসামীকে গ্রেপ্তার করা হয়। গাজার অবৈধ্য আনুমানিক মূল্য ৩ লক্ষ ৭৫ হাজার টাকা। আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২, তারিখ-০৫/১২/২০২৪ ইং। আসামীকে কাহারোল থানার পুলিশ আদালতে প্রেরন করেছেন।