কাহারোলে ১টি ব্রীজ পাল্টে দিতে পারে এলাকার চিত্র

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : : | প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২৪, ১০:৩৯ পিএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
কাহারোলে ১টি ব্রীজ পাল্টে দিতে পারে এলাকার চিত্র

 দিনাজপুরের কাহারোল উপজেলার ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে ঢেপা নদী। রামচন্দ্রপুর ইউনিয়নের আশ্রম ঘাটে ঢেপা নদীর উপর ব্রীজ না থাকায় রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ঈশানপুর, ঈশ্বরগ্রাম, বাড়ী ভাসা, কাজী কাঠনা, বলরামপুর, সাহাপাড়া, ফেরুষাডাঙ্গা সহ এলাকার লোকজন নদীর উপর ব্রীজ না থাকায় নদী পাড়া পার হতে কষ্ট করতে হয় এলাকার মানুষের। দীর্ঘ দিন থেকে নদীর উপর ব্রীজ না থাকায় এলাকার ধান, গম, ভূট্রা সহ নানা বিদ ফসল বিভিন্ন হাট বাজারে নিয়ে যেতে পারেন না। কৃষকদের ফসলের ন্যায দাম পান না। এখান থেকে প্রতিদিন প্রায় ২শত এর অধিক শিক্ষার্থীরা বাঁশের সাকোর উপর দিয়ে জীবনের ঝুকি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করেন শিক্ষা গ্রহন করার জন্য। 

এব্যাপারে কাহারোল উপজেলা প্রকৌশলী মোঃ ফিরোজ আহমেদ জানান, অচিরেই আশ্রম ঘাটের ব্রীজের কাজ শুরু হবে। 

দিনাজপুর জেলা প্রকৌশলী অধিদপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ সাইদুল ইসলাম বলেন, ব্রীজ নির্মাণের অনুমোদ  এখন পর্যন্ত পাওয়া যায় নাই। ঢাকা থেকে অনুমোদন হয়ে আসলে কার্যক্রম শুরু হবে। 


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে