কিশোরগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি

এফএনএস (আব্দুর রাজ্জাক, নীলফামারী) : : | প্রকাশ: ১৬ জানুয়ারী, ২০২৫, ০২:৫০ পিএম : | আপডেট: ১৬ জানুয়ারী, ২০২৫, ০২:৫৩ পিএম
কিশোরগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য র‌্যালি ও দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাব হলরুমে গিয়ে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালায় মিলিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হক, যুব উন্নয়ন কর্মকর্তা শাহাব উদ্দিন সরকার ও মৎস কর্মকর্তা মোর্কারম হোসেন প্রমূখ। বক্তাগণ বলেন, তরুণরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্বের ধারক ও বাহক। তাই সমৃদ্ধির বাংলাদেশ গড়তে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দক্ষ জনশক্তির জ্ঞান অর্জন করতে হবে। পরে শিক্ষার্থীরা ৭টি গ্রুপে বিভক্ত হয়ে আগামীর বাংলাদেশ সম্পর্কে তাদের লিখিত মতামত ব্যক্ত করেন। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনীতিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শতাধিক ছাত্র/ছাত্রীর অংশ গ্রহণে কর্মশালা প্রাণবন্ত হয়ে উঠে।


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে