কিশোরগঞ্জ প্রেসক্লাবে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : : | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৬:৪১ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
কিশোরগঞ্জ প্রেসক্লাবে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

কিশোরগঞ্জ প্রেসক্লাবে  শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সন্ধায় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  অনুষ্ঠিত আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি একে নাছিম খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা মুহাম্মদ হাবিবুর রহমান ভুইয়া,জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল গণি।আলোচনার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য  লেখক ও গবেষক  মো. আমিনুল হক সাদী। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের  কার্যকরী কমিটির সহসভাপতি অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল, সহ-সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, কোষাধ্যক্ষ অধ্যাপক শফিকুল ইসলাম ফকির মতি, সাংবাদিক সদস্য সৈয়দ আল আক্কিল মোকাররম, মোকাররম হোসেন ভূঞা, এড শাহ আশরাফ উদ্দিন দুলাল, সদস্য (সহযোগী) অ্যাডভোকেট অনামিকা রেজা রোজী, মো. নুরুজ্জামান, সদস্য (আজীবন) শিক্ষক মোহাম্মদ আলী,সাংবাদিক শফিক কবীর, সাংবাদিক শরীফুল আলম প্রমুখ। বক্তারা এসময় তাঁদের বক্তব্যে বলেন ‘‘পাকিস্থানী হানাদার বাহিনী সেদিন চেয়েছিল বাঙালী জাতিকে মেধাশূণ্য করে দিতে, বুদ্ধিজীবীদের নৃশংস হত্যার মাধ্যমে স্বাধীনতার দাঁড় প্রান্তে দাঁড়িয়ে থাকা বাঙালীদের থামিয়ে রাখতে পারেনি পাকিস্থানীরা,বুদ্ধিজীবীদের হত্যার পাশাপাশি সাংবাদিকদেরকেও হত্যা করা হয়েছিলো ।’’ এসময় অন্যান্যদের মধ্যে কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক সদস্যগণছাড়াও  প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে