সঞ্জয় মালহোত্রা রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) নতুন গভর্নর নিযুক্ত হয়েছেন । সোমবার তাঁর নাম ঘোষণা করেছে কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং। বর্তমানে তিনি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের রেভিনিউ সেক্রেটারি পদে রয়েছেন। আগামী তিন বছর সঞ্জয় মালহোত্রা রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে আসীন থাকবেন।
কে এই সঞ্জয় মালহোত্রা?
রাজস্থান ক্যাডারের ১৯৯০ সালের IAS এই সঞ্জয় মালহোত্রা। তিনি IIT কানপুর থেকে কমপিউটার সায়েন্সে স্নাতক। আমেরিকার প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ৩৩ বছরের পেশাদার জীবনে সঞ্জয় মালহোত্রা বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন। শক্তি, অর্থ, কর, তথ্য প্রযুক্তি, খনি-সহ একাধিক সরকারি দপ্তরে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। রেভিনিউ সেক্রেটারি পদে নিযুক্ত হওয়ার আগে তিনি ছিলেন অর্থ দপ্তরের সচিব। ডিরেক্ট এবং ইনডিরেক্ট ট্যাক্স স্ল্যাব তৈরির ক্ষেত্রে সঞ্জয় মালহোত্রা বড় ভূমিকা পালন করেছেন।
এ দিকে, রিজ়ার্ভ ব্যাঙ্কের গর্ভনর হিসেবে শক্তিকান্ত দাসের মেয়াদ শেষ হচ্ছে মঙ্গলবার, ১০ ডিসেম্বর। নিজের পাঁচ বছরের নির্দিষ্ট মেয়াদের বেশি সময়ে ধরে তিনি এই পদে রয়েছেন। ২০১৮ সালে তিনি প্রথম এই পদে নিযুক্ত হয়েছিলেন। তিনি রিজ়ার্ভ ব্যাঙ্কের ২৫তম গভর্নর। তিন বছরের জন্য তাঁকে নিযুক্ত করা হলেও ২০২১ সালে তাঁর মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়। তাঁর আগে এই পদে ছিলেন উর্জিত প্যাটেল।