কোম্পানীগঞ্জে পরিবহন থেকে চাঁদাবাজি চলছেই

এফএনএস (মোঃ আবদুল ওয়াদুদ; চট্টগ্রাম) : : | প্রকাশ: ১৭ মার্চ, ২০২৫, ০১:৫৩ পিএম
কোম্পানীগঞ্জে পরিবহন থেকে চাঁদাবাজি চলছেই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে চাঁদাবাজি থেমে নেই। প্রকাশ্য দিবালোকে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা তোলা হচ্ছে। আওয়ামী লীগ  সরকার পতন হলেও চাঁদাবাজির হাত বদল হয়েছে। চাঁদাবাজির কারণে ব্যবসায়ী এবং সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন।  উপজেলার একটি পৌরসভা এবং আটটি ইউনিয়নের শতাধিক স্পটে বিভিন্ন ধরনের পরিবহন থেকে চাঁদাবাজরা চাঁদা আদায় করছেন। এতে বাধা দিলে তাদেরকে হুমকিও দেওয়া হচ্ছে। এই চাঁদার ভাগ রাজনৈতিক নেতারাও পাচ্ছেন বলে জোরালো অভিযোগ উঠেছে। 

স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা গেছে, উপজেলার বসুরহাট বাজারে প্রবেশ করার সময় বিভিন্ন ধরনের ট্রাক, সিএনজি, টেম্পু এবং বিভিন্ন খাদ্য দ্রব্যের মালামাল পরিবহন করা ভ্যান গাড়ি থেকে চাঁদা আদায় করা হচ্ছে। প্রতিটি ট্রাক থেকে ২০০ টাকা, সিএনজি থেকে ২০ টাকা এবং মালামালের গাড়ি থেকে ১০০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। চাঁদা না দিলে চালকদের মারধরও করা হচ্ছে। এই  চিত্র শুধু বসুরহাটে নয় উপজেলার আটটি ইউনিয়নে প্রবেশপথেও চলছে। এই হিসাবে প্রতিদিন অন্তত দুই লক্ষ টাকা চাঁদা আদায় হচ্ছে গোটা উপজেলায় । এই চাঁদা যারা আদায় করছেন তারা বিএনপি নেতাদের নামও বলছেন।

বিএনপি'র উপজেলা এবং পৌরসভা  এলাকায় অর্ধ ডজন নেতা এই চাঁদার ভাগ পাচ্ছেন বলে পরিবহন মালিকদের পক্ষ থেকে  অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ সরকার পতনের পর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পরিবহন থেকে  চাঁদাবাজি বন্ধের জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হলেও এখনো কোন কাজের কাজ কিছুই হয়নি। বসুরহাটের ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, খাদ্যদ্রব্যের মালামাল পরিবহনকারী গাড়ি থেকে চাঁদা আদায় করার কারণে আমরা ব্যবসায়ীরা লোকসান দিচ্ছি। কারণ একটা গাড়ী উপজেলার যেখানেই যাক সেখানে চাঁদাবাজদের চাঁদা দিতে হচ্ছে। 

এইদিকে সম্প্রতি  কোম্পানীগঞ্জ থানা পুলিশ চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে জামশেদ সহ কয়েকজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। থানা পুলিশ জানিয়েছে, কারো বিরুদ্ধে  চাঁদাবাজির  অভিযোগ পেলে  অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। এই  বিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম শিকদার এই প্রতিনিধিকে বলেন, কারা চাঁদা আদায় করছে সুনির্দিষ্ট ভাবে লিখিত অভিযোগ পেলে আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেব। যারা বিএনপির নামে চাঁদা আদায় করছে প্রশাসন তাদের গ্রেফতার করুক এটাই আমি চাই। কারণ আমি সন্ত্রাস চাঁদাবাজিকে পছন্দ করি না।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে