কয়রা মদিনাবাদ সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : : | প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৫, ০৫:৪৬ পিএম
কয়রা মদিনাবাদ সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা

কয়রা মদিনাবাদ সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ,পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২৩ জানুয়ারী (বৃহস্পতিবার)সকাল ১০ টায় বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। কয়রা মদিনাবাদ সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জিয়াউর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতা, ও সাংস্কতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব রুলী বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কলাম আজাদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, প্রেসকাবের সভাপতি শরিফুল আলম,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এমএ হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়রার ছাত্র প্রতিনিধি গোলাম রব্বানী। অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন  প্রভাষক আনিসুজ্জামান, প্রভাষক মইনউদ্দিন, শিক্ষক আশিকুজ্জামান আশিক প্রমুখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে