খুশকি দূর করার ঘরোয়া উপকরন

এফএনএস লাইফস্টাইল : | প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২৫, ০৮:৩৯ এএম
খুশকি দূর করার ঘরোয়া উপকরন

শীত এলেই অনেকের বুকে কাঁপন ধরে। মাথায় খুশকি বাড়লো বুঝি। অনেকেই রাসায়নিক দ্রব্য ব্যবহার করে খুশকি দূর করার চেষ্টা করেন। তবে পুরোপুরি তা দূর করা সম্ভব হয় না। তবে কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহারে কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া সম্ভব। চলুন জেনে নেই কি সেইসব উপাদান-

নিম 

চুলে শ্যাম্পু করার আগের রাতে নিমের তেল মেখে নিন। তাতে খুশকি দূর হবে। অথবা নিম পাতা পানিতে ফুটিয়ে পানি ঠাণ্ডা করে মাথা ধুয়ে নিতে পারেন। তবে ওইদিন শ্যাম্পু করবেন না।

লেবুর রস

লেবুর রসের সঙ্গে অলিভ অয়েল, আদার রস মিশিয়ে মাথায় লাগাতে পারেন। সাইট্রিক অ্যাসিড, ভিটামিন সি ও জিঙ্ক খুশকি দূর করতে সাহায্য করবে।

অ্যালোভেরা

অ্যালোভেরা দিয়েও খুশকি দূর করা সম্ভব। বাজার থেকে অ্যালোভেরা কিনে সেই জেল মাথায় ব্যবহার করুন। খুশকি দূর হবে।

আমলকি

আমলকির গুড়ো কিংবা রস যেকোনো কিছুই ব্যবহারে খুশকি দূর হয়।

মেথি

আগের রাত মেথি ভিজিয়ে রাখুন। সকালে পেস্ট করে দই ও লেবুর রস মিশিয়ে নিন। আধ ঘণ্টা মিশ্রণটি মাথায় রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললে খুশকি দূর হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW