গত ১৫ বছর নীরবে অত্যাচার সহ্য করেছে সংখ্যালঘুরা: রুমিন ফারহানা

এফএনএস অনলাইন: : | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৪, ০২:৩৭ এএম : | আপডেট: ৩১ ডিসেম্বর, ২০২৪, ০৫:৪৩ এএম
গত ১৫ বছর নীরবে অত্যাচার সহ্য করেছে সংখ্যালঘুরা: রুমিন ফারহানা

শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের আয়োজনে বৈঠকে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বললেন, দেশের ইতিহাসে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় ছিল, সংখ্যালঘুদের ওপর সবচেয়ে বেশি অত্যাচার চালিয়েছে। গত ১৫ বছর দেশে কেউ নিরাপদ ছিল না। নীরবে এই অত্যাচার সহ্য করেছে সংখ্যালঘুরা। এই মাটিতে সংখ্যালঘুদের ওপরে অত্যাচার আমরা মেনে নেবো না।

সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন, কিছু কিছু দেশ মনে করে ভারত সারা পৃথিবীর হিন্দুদের রক্ষাকর্তা। এই রক্ষাকর্তার খেলা আপনারা খেলতে দেবেন না। সংবিধান আমাদের সমান অধিকার দেয়।

তিনি আরও যোগ করে বলেন, সংখ্যালঘুদের নিজস্ব কিছু সমস্যা রয়েছে। সেজন্য সমস্যা সমাধানে সংখ্যালঘু কমিশন এবং সংসদে আলাদা আসনের ব্যবস্থা থাকা উচিত।

ভারতের সঙ্গে মিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ রুমিন ফারহানার।


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে