ময়মনসিংহের গফরগাঁওয়ে মাসিক আইন- শৃঙ্খলা সভা, উপজেলা পরিষদের মাসিক সভা, জাতীয় গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দিনব্যাপী গফরগাঁও উপজেলা পরিষদ সভাকক্ষে এসব সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এন.এম. আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ সেনাবাহিনীর গফরগাঁও ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাইদুর, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শিবিরুল ইসলাম, পাগলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফেরদৌস আলম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ আমিনুল হক, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মালিক তানভীর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জামাল উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার নূর এ আলম ভূঁইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাখখারুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সংস্কৃতিকর্মীরা প্রমুখ।