গফরগাঁওয়ে জামায়াতের উদ্যোগে ইসকন নিষিদ্ধের দাবি

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : : | প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২৪, ০৪:৫২ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
গফরগাঁওয়ে জামায়াতের উদ্যোগে ইসকন নিষিদ্ধের দাবি

সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে ও এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা প্রতিবাদে ময়মনসিংহের গফরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার দুপুরে উপজেলার পাইথল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে গয়েশপুর বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি বাজারে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পাগলা থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা ছাইদুল ইসলাম, পাগলা থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি আতিকুর রহমান হীরা, পাইথল ইউনিয়ন জামায়াতের সভাপতি ডা: রুকন তালুকদার প্রমুখ।

বক্তারা এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার কঠোর বিচার ও ইসকন সন্ত্রাসী সংগঠন দাবি করে নিষিদ্ধের দাবি জানান।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW