গফরগাঁওয়ে জামায়াতের বিশাল ইফতার মাহফিল

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : : | প্রকাশ: ১৩ মার্চ, ২০২৫, ০৮:৫৬ পিএম
গফরগাঁওয়ে জামায়াতের বিশাল ইফতার মাহফিল

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও ময়মনসিংহ-১০ (গফরগাঁও -পাগলা) আসনে জামায়াতে ইসলামীর এমপি মনোনীত প্রার্থী মাওলানা ইসমাঈল হোসেন সোহেল বলেন, দেশে ইসলামী আইন চালু হলে অন্য ধর্মের মানুষও নিরাপদ থাকবে। সমাজ থেকে ঘুষ, দূর্ণীতি ও শোষন মুক্ত সমাজ গড়ে উঠবে। সমাজ থেকে খুন, গুম ও ধর্ষণের মতো অপরাধ বিদায় নিবে।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘ দিন ধরে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আন্দোলন সংগ্রাম করে আসছে। এই ইসলামী আন্দোলন করতে গিয়ে অনেক আলেমেদ্বীন কে ফাঁসির কাষ্টে ঝুলতে হয়েছে। ফ্যাসিষ্ট শেখ হাসিনা ১৫ বছর ধরে এদেশের আলেম সমাজের উপর অন্যায় ভাবে জুলুম চালিয়েছে। ক্ষমতা কুক্ষিগত করতে হাজার হাজার জামায়াতে ইসলামী’র নেতাকর্মী কে মিথ্যা মামলায় কারাগারে আটক করেছিলো। দীর্ঘ ১৫টি বছর দলের কোনো নেতাকর্মীকে ঘরে ঘুমাতে দেয়নি।

তিনি আরও বলেন, সৎ লোকের শাসন ছাড়া একটি কল্যাণকর রাষ্ট্র গড়ে তোলা সম্ভব না। এই দেশে ইসলামী মূল্যবোধের সরকার না থাকায় স্থাপনা তৈরীতে লোহার রডের পরিবর্তে বাঁশের ব্যবহার করা হয়েছে। আগামী সংসদ নির্বাচনে যদি ইসলামী মূল্যবোধের নেতাদের নির্বাচিত করা যায় তাহলে দেশ একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার পাগলা থানাধীন ৯নং পাঁচবাগ ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল ইফতার পূর্ব মুহূর্তে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

পাঁচবাগ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা সানাউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাগলা থানা জামায়াতের আমীর মাওলানা মোঃ এমদাদুল হক। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গফরগাঁও থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা মজলিসের শুরা সদস্য মাওলানা আবু ইউসুফ। ইফতার মাহফিলে অন্তত কয়েক হাজার দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন। পরে মুসলিম উম্মার শান্তি এবং ‌দেশ ও জাতির কল্যাণে মুনাজাত করা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে