"রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় দুর্নীতি দমন কমিশন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বির্তক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ার) দিনব্যাপী গফরগাঁও খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কে এম এহছান, এডভোকেটের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল বাসারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশনের কোর্ট পরিদর্শক বিপ্লব ঘোষ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোফাখখারুল ইসলাম, খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জুলহাস উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশনের কোর্ট পরিদর্শক বিপ্লব ঘোষ
বলেন, অর্পিত দায়িত্বে অবহেলা করাও দুর্নীতি। তিনি বলেন, দুর্নীতি রোধে সকলকে সচেতন থাকতে হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলা উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।
উক্ত বির্তক প্রতিযোগিতায় উপজেলার
খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,
রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়, ফজলুর রহমান উচ্চ বিদ্যালয় ও মাইজবাড়ী হাতেম তাই উচ্চ বিদ্যালয় থেকে ৪টি দল অংশগ্রহন করেন।
দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পর্যায়ের আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ১ম পর্বে "জনসচেতনতা বৃদ্ধি করা ব্যতিত দুর্নীতি নির্মূল করা কোনক্রমেই সম্ভব নয়" ২য়পর্বে "অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতি বিস্তারে প্রধান কারণ" এবং চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারীগণ- "দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মূখ্য" বিষয়ে পক্ষে, বিপক্ষে যুক্তি উপস্থাপন করেন।
দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় ৩১৭ পয়েন্ট পেয়ে বিপক্ষে খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং ৩০৬ পয়েন্ট পেয়ে পক্ষে মাইজবাড়ী হাতেম তাই উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়েছে। বিতর্ক প্রতিযোগিতায় সেরা বক্তার পুরষ্কার লাভ করেন খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী দলনেতা লাবীবা ইসলাম।
দিনব্যাপী অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মঞ্জু রাণী, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ নাসির উদ্দিন ও শাঁখচূড়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক মোঃ ইউনুছ আলী। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।