গফরগাঁওয়ে লড়ি চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : : | প্রকাশ: ১৩ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৭ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
গফরগাঁওয়ে লড়ি চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে বালু ভর্তি লড়ি থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে সজিব (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৮টার গফরগাঁও - ভালুকা সড়কের শিবগঞ্জ বাজার ব্রিজ এলাকার এ দুর্ঘটনাটি ঘটে। এসময় যুবকটি লড়িতে ঘুমন্ত অবস্থায় ছিলো। নিহত সজিবের বাড়ি পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার মেলাদী গ্রামে। তার বাবার নাম মোঃ আব্দুর রহিম। স্থানীয় সূত্রে জানা যায়, বালু ভর্তি লড়িটি গফরগাঁও থেকে-ভালুকা যাচ্ছিল। পেশাগত কারণে সজিব লড়িতে যাতায়াত করছিলেন। এসময় তিনি লড়ির উপর বসে ঘুমাচ্ছিলো। হঠাৎ ঘুমন্ত অবস্থায় লড়ি থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পর লড়িসহ ড্রাইভার পলাতক রয়েছে। গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে