গফরগাঁওয়ে শীতবস্ত্র বিতরণ

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : : | প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:০৫ পিএম : | আপডেট: ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:০৫ পিএম
গফরগাঁওয়ে শীতবস্ত্র বিতরণ

ময়মনসিংহের গফরগাঁওয়ে "মানবতার বোধ জাগ্রত হোক, বিবেকের তাড়নায়" এই স্লোগানকে সামনে রেখে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন এর পক্ষ থেকে অসহায় ও শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন গফরগাঁও শাখার কো- উপদেষ্টা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোফাখখারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন গফরগাঁও শাখার স্থানীয় কমিশনার ও সভানেত্রী এবং খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীনা দেবনাথ, কোষাধ্যক্ষ ও চারিপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা বেগম এবং সদস্য ও ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজিয়া আক্তার। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে