গলাচিপায় নিহত ও আহতদের স্মরণ সভা

এফএনএস (মলয় দত্ত; গলাচিপা, পটুয়াখালী) : : | প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৪, ০৩:৩৬ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
গলাচিপায় নিহত ও আহতদের স্মরণ সভা

জুলাই-আগস্ট ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গলাচিপা উপজেলার ৬ জন নিহত শহিদ এবং ১৫ জন আহত ছাত্র জনতার পরিবার বর্গের উপস্থিতিতে  স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকাল ১০টায় অফিসার্স ক্লাবে সভায় গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি মোঃ নুরুল হক নূর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর গলাচিপা ক্যাম্পের ইনচার্জ মেজর এম এ মুঈদ, গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সোহরাব মিয়া, জামায়াতের গলাচিপা উপজেলা আমির ডাঃ জাকির হোসেন, গণঅধিকার পরিষদের গলাচিপা শাখার আব্বায়ক মোঃ হাফিজুর রহমান খান, গণধিকার পরিষদের জেলা প্রতিনিধি মোঃ মহিবুল্লাহ এনিম, বিএনপির সাবেক পৌর সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম খানসহয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনসহ জন প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW