শুল্কমুক্ত আমদানি সুবিধা বাতিলের পর, চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ আগামী ২৬ জানুয়ারি থেকে সাবেক ২৪ সংসদ সদস্যের ব্যক্তিগত গাড়ি নিলামে তুলতে যাচ্ছে। এই নিলাম ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং বিক্রিত গাড়ির টাকা সরাসরি সরকারি কোষাগারে জমা হবে।
নিলামে ওঠা গাড়িগুলোর মধ্যে সবচেয়ে দামি টয়োটা ল্যান্ড ক্রুজারটি আমদানি করেছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাদিক। এই গাড়িটির আমদানি মূল্য ছিল ১ কোটি ৬ লাখ টাকা, আর শুল্ক ও করসহ মোট মূল্য প্রায় ৯ কোটি টাকা। অপরদিকে, নিলামে তোলা সবচেয়ে কম দামি গাড়ি ছিল ময়মনসিংহ-৭ আসনের সাবেক এমপি এ বি এম আনিসুজ্জামানের, যার দাম ছিল ৫ কোটি ৬৩ লাখ টাকা শুল্কসহ।
এই গাড়িগুলোর মধ্যে রয়েছে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক এমপি মজিবুর রহমান, জান্নাত আরা হেন্রী, সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, নাসের শাহরিয়ার জাহেদী, এবং আরও অনেকে। কাস্টমস কর্তৃপক্ষের মতে, এসব গাড়ি শুল্কমুক্ত সুবিধায় খালাস হয়ে ছিল, তবে ক্ষমতার পট পরিবর্তনের পর শুল্ক-কর পরিশোধের নিয়ম পরিবর্তিত হলে, এই গাড়িগুলো খালাস হয়নি।
কাস্টমস জানিয়েছে, প্রতিটি গাড়ির শুল্ক-কর বাবদ আয়কর হিসেবে সরকার প্রায় ৪ লাখ ৮০ হাজার থেকে ৫ লাখ টাকা রাজস্ব পাবে। এই উদ্যোগে প্রায় ৭ কোটি টাকা সরকারের রাজস্ব আয় হতে পারে।