চাঁদাবাজির অভিযোগে সিলেটে ১৩ পুলিশ সদস্য ক্লোজড

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশ: ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০০ পিএম : | আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম
চাঁদাবাজির অভিযোগে সিলেটে ১৩ পুলিশ সদস্য ক্লোজড

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ১৩ পুলিশ সদস্যকে চাঁদাবাজির অভিযোগে ক্লোজড করা হয়েছে। তাদের মধ্যে দুইজন উপ-পরিদর্শক (এসআই), দুইজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এবং নয়জন কনস্টেবল রয়েছেন। এদের সবাইকে সিলেট পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।  

সোমবার (১০ ফেব্রুয়ারি) সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাসেলুর রহমানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করে জানান, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কোম্পানীগঞ্জ থানার এসআইসহ ১৩ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

ক্লোজড করা পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন এসআই খোকন চন্দ্র সরকার ও মিলন ফকির, এএসআই শিশির আহমেদ মুকুল ও শামীম হাসান, এবং কনস্টেবল নাজমুল আহসান, মুন্না চৌধুরী, নাইমুর রহমান, তুষার পাল, আবু হানিফ, সাখাওয়াত সাদী, সাগর চন্দ্র দাস, মেহেদী হোসেন ও কিপেস চন্দ্র রায়।  

স্থানীয় সূত্রে জানা গেছে, কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা থেকে স্থানীয় প্রভাবশালীরা অবৈধভাবে পাথর উত্তোলন করছেন। এ সময় পাথরবাহী গাড়ি থেকে পুলিশ সদস্যদের চাঁদাবাজির অভিযোগ ওঠে। তাদের চাঁদাবাজির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়।  

পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, "কোম্পানীগঞ্জ থানার কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"  

এ ঘটনায় স্থানীয় জনগণ ও সুশীল সমাজ পুলিশ প্রশাসনের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন। তবে অনেকে অভিযোগ করেছেন যে, দীর্ঘদিন ধরে অবৈধ পাথর উত্তোলন ও চাঁদাবাজির মতো অনিয়ম চলছে। তারা আশা প্রকাশ করেন, তদন্তে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অনিয়ম রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।  

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW