চিন্ময় দাসের মুক্তির দাবিতে বরিশালে সড়ক অবরোধ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : : | প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৪, ০৭:৪৪ পিএম : | আপডেট: ২ ডিসেম্বর, ২০২৪, ০৭:০৬ পিএম
চিন্ময় দাসের মুক্তির দাবিতে বরিশালে সড়ক অবরোধ

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সদর রোডে অবস্থান নিয়ে সনাতন ধর্মাবলম্বীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট বরিশালের ব্যানারে সড়ক অবরোধ করে বিক্ষোভের সময় নগরীর প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের দাবি, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা দেওয়া হয়েছে।  

বিক্ষোভকারীরা বলেন, আমরা দ্রুত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নিঃশ্বর্ত মুক্তির দাবি করছি। নতুবা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। ঘন্টাব্যাপী সড়কে অবস্থান শেষে একটি মিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। এর আগে সোমবার রাতে চিন্ময় দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে প্রতিবাদ সমাবেশ শেষে মশাল মিছিল বের করা হয়েছিলো।  প্রতিবাদকারীরা বলেন, হিন্দুদের মন্দিরে হামলা ও বাড়িঘরে লুটপাট, অগ্নিসংযোগের প্রতিবাদ করেছিলেন চিন্ময়। এখন তার বিরুদ্ধেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টসহ জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করা হয়েছে।


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW