ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে স্মারকলিপি

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : : | প্রকাশ: ৭ জানুয়ারী, ২০২৫, ০৬:৪২ পিএম
ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে স্মারকলিপি

দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দেওয়া, ছাত্রাবাসগুলো বসবাসের উপযোগী করা এবং জলাবদ্ধতা দূরসহ ১৩ দফা দাবিতে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দরা। মঙ্গলবার দুপুরে কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. শেখ তাজুল ইসলামের কাছে স্মারকলিপি তুলে দিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দরা।

এসময় কলেজ অধ্যক্ষ তার ক্ষমতা অনুযায়ী দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন, বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি সানজিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সুজয় সরকার, সাংগঠনিক সম্পাদক সাবরিনা শর্মি, সদস্য সাজ্জাদুল ইসলাম, অনুপ রায় অর্নব, মারিয়া মারজানসহ অন্যান্যারা। এসময় শিক্ষার্থীরা সেশন ফি গ্রহণের পূর্ণাঙ্গ রশিদ প্রদান, অডিটোরিয়াম ও ক্যান্টিন চালু, চিকিৎসা কেন্দ্রে চিকিৎসক নিয়োগ, লাইব্রেরীতে পাঠদানের পরিবেশ তৈরি, জলাবদ্ধতারোধে দীর্ঘস্থায়ী পদক্ষেপ গ্রহণের দাবি করেন।


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে