জানুয়ারির প্রথম ২৪ দিনে ডেঙ্গুতে ৯ মৃত্যু, আক্রান্ত এক হাজার

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২৫, ০৭:৪১ পিএম : | আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম
জানুয়ারির প্রথম ২৪ দিনে ডেঙ্গুতে ৯ মৃত্যু, আক্রান্ত এক হাজার

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। চলতি জানুয়ারির প্রথম ২৪ দিনে মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, জানুয়ারির শুরু থেকে ২৪ তারিখ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার জন। তাদের মধ্যে ৫৪৬ জন ঢাকার বাসিন্দা এবং ৪৫৪ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত বছর ২০২৩ সালে দেশে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছিল। ওই বছর মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। এর আগে, ২০২২ সালে ২৮১ জন এবং ২০২১ সালে ১০৫ জন ডেঙ্গুতে প্রাণ হারান।

গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৭ জনের মধ্যে ৪ জন ঢাকার এবং ৩ জন চট্টগ্রামের বাসিন্দা। এদিন নতুন করে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শীতকালেও ডেঙ্গুর উপস্থিতি উদ্বেগজনক। বিশেষ করে নগর এলাকায় এডিস মশার বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে