বাংলাদেশ জামায়াতের কেন্দ্রীয় সাবেক নায়েবে আমীর এটিএম আজাহারুল ইসলামের মুক্তির দাবীতে সারা কেন্দ্রীয় ঘোষনা অনুযায়ী বাংলাদেশ ব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি প্রেসক্লাবের সামনে মঙ্গলবার বিকেল ৪টায় খন্ড খন্ড মিছিল এসে সমাবেশ শুরু হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, নায়েবে আমীর আ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, সেক্রেটারী ফরিদুল হক, সহকারী সেক্রেটারী আ. হাই, ঢাকা মহানগর উত্তর ব্যবসায়ী সমিতির সি. ভাইস চেয়ারম্যন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিম, রাজাপুর উপজেলা জামায়াতের আমির ও ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য প্রার্থী হেমায়েত উদ্দীন, সদর আমীর মনিরুজ্জামান তাংলুকদার পৌর আমীর মনিরুজ্জামান। সমাবেশ শেষে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবার এইই স্থানে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, ফ্যাসিষ্ট সরকারের সহযোগীরা এখনও ধরা ছোয়ার বাইরে রয়েছে। তাদের গ্রেফতার করতে ও এটিএম আজাহারুল ইসলামের মুক্তির দাবী তোলেন।