জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

এফএনএস (রকিবুল হাসান চৌধুরী রুবেল, ময়মনসিংহ) : : | প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৫৬ পিএম
জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর কৃষ্ণচূড়া চত্তরে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউনহল গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিলেন কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামির আমির আব্দুল করিম। মহানগর জামাতে ইসলাম আমির মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শাখার নায়েবে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন, সেক্রেটারি মোজাম্মেল হক আকন্দ, মহানগর শাখার নায়েবে আমির আসাদুজ্জামান সুহেল, সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার।

জামায়াত নেতার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, শেখ হাসিনার পতনের পর গত ফাঁসির আসামীসহ অনেকেই মুক্তি পেয়েছেন। কিন্তু ৬ মাস হয়ে গেলেও স্বৈরাচার সরকারের মিথ্যা সাজানো মামলায় এখনো জেলে আছেন জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম। তিনি এখনো মুক্তি পাননি। দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন তারা। একইসঙ্গে স্বৈরাচারী সরকারের বাতিল করা জামায়াত-শিবিরের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি জানান বক্তারা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে