জয়পুরহাটের কালায়ে ৫ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা

এফএনএস (মোঃ হাসান আলী মন্ডল; ক্ষেতলাল, জয়পুর হাট) : : | প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৫, ০৮:১০ পিএম
জয়পুরহাটের কালায়ে ৫ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা

জয়পুরহাট কালায়ে ৫ম শ্রেণীর  শিক্ষার্থীকে  ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার পশ্চিম কুজাইল নয়াপাড়া  গ্রামের আমজাদ হোসেনের ছেলে জুয়েল মন্ডল (৩৫) এর বিরুদ্ধে। বুধবার  (২২জানুয়ারি)  দুপুরে পশ্চিম কুজাইল নয়াপাড়া  গ্রামে ওই শিশুর বাড়ীতে এ ঘটনা ঘটে। বিষয়টি ওই রাতে স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করে মেয়ের চাচা। জুয়েল মন্ডলের পরিবার প্রভাবশালী হওয়ায় মিমাংশায় বসতে রাজী না হওয়ায় ভুক্তভোগীর বাবা কালাই  থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ (২৩ জানুয়ারী) বৃহস্পতিবার সরেজমিনে তদন্তে আসে। এরপর থেকে জুয়েল মন্ডল পালিয়ে যায়। শিশুটির বাবা দিনমজুর ছানাউল জানান, বুধবার সকালের  মেয়েকে স্কুল যেতে বলে ওর মাকে নিয়ে অন্যের জমিতে আলু তুলতে যাই। মেয়ে বাড়ীতে একা পেয়ে বিভিন্ন প্রলোভন দিয়ে ঘরের  ভিতর ঢ়ুকে মেয়েকে যাপটে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। মেয়ের আত্ম চিৎকারে জুয়েল পালিয়ে যায়। বিকেলে আমরা বাড়ীতে আসলে মেয়ে ওর মাকে ঘটনাটি খুলে বলে। এঘটনায় আমার চাচাত ভাইকে নিয়ে তাদের বাড়ীতে গেলে তারা আমাদেরকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে বাড়ী থেকে বের করে দেয়। আমি নিরুপায় হয়ে আইনের আশ্রয় নেই। শিশুটির মা জানান, এর আগেও বেশ কয়েকবার চকলেটসহ বিভিন্ন খাবারের লোভ দেখিয়ে আমার মেয়েকে তার ঘরে ডেকে নেয়ার চেষ্টা করেছিল জুয়েল। বৃহস্পতিবার সকালে আমার বাড়ীতে এসে মেয়েকে একা পেয়ে আবার শ্লীলতাহানীর চেষ্টা করে। মেয়ের চিৎকারে জুয়েল পালিয়ে যায়। ভুক্তভোগীর চাচা মোফাজ্জল হোসেন বলেন, ঘটনাটি জানাজানি হলে সকালে জুয়েল আমার অফিসে এসে তার ভুল স্বীকার করে হাত জোরকরে ক্ষমা চেয়েছে। এমন ঘটনার একটি ভিডিও যুগান্তরকে দেখিয়েছে। এবিষয়ে জুয়েল মন্ডলের মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, ওই মেয়ের চাচার বাড়ীর পানি আমাদের পুকুরে যাওয়া নিয়ে দীর্ঘ দিনের বিরোধ চলছিল। সে কারনে আমাকে হয়রানী করতে তার চাচাত ভায়ের যোগসাজসে মিথ্যা অভিযোগ করেছে। এবিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহেদুল ইসলাম বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে