টাঙ্গাইলের কাগমারীতে বিনামূল্যে চিকিৎসা সেবার জন্য "ফ্রি মেডিক্যাল ক্যাম্প" অনুষ্ঠিত হয়েছে। সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ প্রাঙ্গণে ১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ বিভাগের ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের অধ্যক্ষ জনাব এস এম আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ জনাব শংকর আরিফ মাহমুদ। সভাপতিত্ব করেন জনাব শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ।কমিটির উপদেষ্টা আরিফিন রানা।
ক্যাম্প পরিচালনার সার্বিক সহযোগিতা করেন কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মচারী এবং শিক্ষার্থীরা। এসময় অসংখ্য মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।
অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ময়মনসিংহ বিভাগের ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মীর মোহাম্মদ সামছাওয়াত উল্লাহ এবং সাধারণ সম্পাদক মো. সজিবুল হাসান।
এ ধরনের উদ্যোগকে উপস্থিত অতিথিরা স্বাগত জানান এবং জনসাধারণের স্বাস্থ্যসেবায় এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা কামনা করেন।